গুগল ডুডলে জাতীয় কবির জন্মদিন

২৫ মে, ২০২০ ১০:৫২  
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মজয়ন্তী আজ সোমবার (১১ জ্যৈষ্ঠ)। বিদ্রোহী এ কবির ১২১তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার বিশেষ ডুডল প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল। গুগলের ডুডলটিতে ক্লিক করলে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে নজরুলের ১২১তম জন্মজয়ন্তী আজ। বাংলাদেশ থেকে গুগলে প্রবেশ করলে এ ডুডল প্রদর্শিত হচ্ছে। কাজী নজরুল ইসলামের জন্ম ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। বাবার নাম কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন।